Khoborerchokh logo

জিএমপি‘র বাসন থানায় ৪ হাজার পিছ ইয়াবাসহ গ্রেফতার ২ মাদক কারবারী 131 0

Khoborerchokh logo

জিএমপি‘র বাসন থানায় ৪ হাজার পিছ ইয়াবাসহ গ্রেফতার ২ মাদক কারবারী

রনি আহমেদ:
গাজীপুর মেট্রোপলিটন এর বাসন থানার পুলিশ ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে। বুধবার দুপুর সময়১২ঃ০ ০ঘটিকায় সময়  বাসন থানাধীন কলম্বিয়া মোগরখাল এলাকা থেকে গ্রেফতার হয় মাদক কারবারীরা ।
গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজারের টেকনাফ থানার পূর্ব রঙ্গীখালী এলাকার কবির আহমদের ছেলে নুর মোহাম্মদ (৩৯) ও গাজীপুর টঙ্গী থানার পূর্বপাড়া শিকদার মার্কেট এলাকার মৃত বাশারের ছেলে মো. রিদয় (২২)।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সোয়া ১২টার দিকে জিএমপি’র বাসন থানা পুলিশ মোগরখাল এলাকায় অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করে।
এসময় তাদের নিকট থেকে নগদ ২৮ হাজার টাকা,একটা এনআইডি কার্ড এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বাসন থানার অফিসার ইনচার্জ মালেক খসরু খাঁন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধনী। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com